তুমি ভোর দেখ ঘুম থেকে উঠে,
আমি ভোর দেখি রাত জেগে থেকে,
আমার সকালে,জোছনার মিশে যাওয়া
কুয়াশার সাথে হয় বন্ধ ,জোনাকিরা
মৃত হয় জোছনা লুকিয়ে
ছোট্ট ডানার নিচে...
তোমার সকালে,
সবচেয়ে উচুতে থাকা
সবুজ পাতাটার শিশিরে যেমন করে
প্রথম কামনা ঢালে সূর্য ....
তেমনি নুতন প্রেমিকের
উষ্ণতা মাখানো শরীর নিয়ে, তুমি শিশির বানাও কুয়াশাকে
সবুজ গাছে পাতায়, ঘাসে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




