খুব মনে পড়ছে তোমায়। তোমার সাথে কাটানো স্মৃতি, খুব মনে পড়ছে। জানি মানুষ প্রাণী কেউ অমর নয়। মেনে নিয়েও মেনে নিতে পারছি না। কিছু মূহুর্ত মূহুতিই থেকে যায়। ছবি ফ্রেমে বাঁধা থাকতে পারে স্মৃতি কিন্তু ফ্রেমে বাঁধা স্মৃতি কখন যেন মাটিতে পড়ে ভেঙ্গে যায়।
যার কথা বলছিলাম তিনি আমার আম্মা, অর্থাত্ আমার দাদী। যাকে আমি আম্মা বলে ডাকতাম। গত বছরে ফেব্রুয়ারিতে পরলোক গমন করেছেন।
আম্মা তুমি যেখানো থাক ভাল থাকবে। জানি কেউ আর আমায় আদর করে ডাকে না, আসলে কি আম্মা পৃথিবীর মানুষেরা খুব নিষ্ঠুর। আসলেই এরা মানুষ না এরা হায়েনা। এদের মাথায় সর্বদাই ঘুরপাক খেতে থাকে, কখন কাকে থাবা মারা যায়।
তোমার আদর ভালবাসা তখনই বুজতে পেরেছি, যখন তোমার অনুপস্থিতি টের পেয়ছি। আসলে মানুষ একটা কি জানো রহস্যময় হায়েনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




