আজকের পর্বে দেখালো, ছেলেগুলো কি ভীষণ আতঙ্কাগ্রস্ত বাস্তবতা নিয়ে। অ্যাডাম যার সাথে মিশছে, সেই মেয়েটাকথা বলতে বলতেই হাঁচি এবং ভীষণ অসুস্থ। অ্যাডাম বিচলিত। মেয়েটা বিছানায় শুয়ে ধুঁকছে আর ও আঙ্গুল কামড়াচ্ছে, একি জ্বালা! মেয়েটা বিছানায় এপাশ ওপাশ করে, আর ও ভদ্রতা করে এটা ওটা জিজ্ঞাসা করে এসে মেজাজ খারাপ করে, ঝামেলা!
ব্রুনো, প্রথম বারের মত একটা মেয়ের সাথে দীর্ঘস্থায়ী সিরিয়াস সম্পর্কে জড়িয়েছে, কিন্তু যেই বাড়ি, মর্টগেজ ইত্যাদি 'বাস্তব' জীবনের কথা আসলো, তাতেই তার মাথা খারাপ। পালিয়ে গিয়ে বন্ধুদের সাথে রাগবি খেলা দেখছে।
সমস্যাটা কি? আজকালকার পোলাপান সৌন্দর্য আর বাস্তবতা, দুইটা মিশ খাওয়াতে জানে না কেন? কমিটমেন্ট এত ভয় পায় কেন? টেলিভিশনে দেখে দেখে সৌন্দর্যকে নিরবিচ্ছিন্ন, আনফলটারিং ভাবা শিখছে, কি যে হবে এদের! (মানে, আমার জেনারেশনের!)
'হি/শি ইজ পারফেক্ট ফর মি' এই কথাটাও বড্ড বেশি বলছে। ক্লিশে'র পর্যায়ে চলে যাচ্ছে। কারণ পারফেকশনের সংজ্ঞা বদলে যায় আর না হয় নতুন উপলব্ধি হয় 'ওহ আমি আমার ভুল বুঝতে পারছি!'
পারফেকশনের খোঁজ সারা জীবনে শেষ হয় না!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



