বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে। কিন্তু ইউনি থেকে ফেরার পথে যখন হাঁটছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, তখন মায়ের ফোন। বৃষ্টিতে ভিজা যাবে না, গাড়ি আসছে। মেজাজ এত্ত খারাপ হলো, শপিং সেন্টারের পাশেই বৃষ্টিতে দাঁড়িয়েই অপেক্ষায় নেমে গেলাম। তখনই শিরোনামটা সার্থক করা একটা ঘটনা দেখলাম।
রাস্তার বৃষ্টির পানি সরে গিয়ে রাস্তার দু'পাশে শুধু মাত্র বৃষ্টির পানির উদ্দেশ্যে করা ড্রেইনে গিয়ে জমছে। অন্য সময় তথাকথিত ড্রেইনগুলো শুকনো খটখটে থাকে। এখন সেখানে টলটলে বৃষ্টির পানি।
ওখানেই, এক চাংকু মহিলা তার দুই/তিন বছরের পিচকুর প্যান্ট খুলিয়ে হিশু করাচ্ছে!!!
হায়রে পাবলিক, পাশেই মিলিয়ন ডলারের শপিং সেন্টার, তার বাঁকে বাঁকে টাইলস বসানো ঝকঝকে টয়লেট! তবু ড্রেইনের পানিতে হালকা হওয়ার শখ গেল না!
সাধে কি আর বলি...


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




