সাম্প্রতিক ভ্যাটবিরোধী আন্দোলনে আমাদের দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকগুলো ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছেন। এজন্য তাঁরা সাধুবাদ পেতে পারেন।
প্রথমত: গণতান্ত্রিক ব্যবস্থায় যুক্তিসঙ্গত দাবীর জন্য আন্দোলন করা যেতে পারে এটা তাঁরা দেখালেন।
দ্বিতীয়ত: আন্দোলনের দাবী যতো যুক্তিসঙ্গতই হোক তার জন্য সন্ত্রাস করার সুযোগ নেই এটাও দেখালেন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গিয়ে।
তৃতীয়ত: আন্দোলনকালে অনেকেই ভেগে যেতে পারে। তাতে হতোদ্যম না হয়ে লেগে থাকলে সাফল্য আসবেই।
চতৃর্থত: সন্ত্রাসী কিছু হামলা করে আণ্দোলনকে সন্ত্রাসী করে তোলার ষড়যন্ত্রের ফাঁদে তাঁরা পা দেননি।
পঞ্চমত: শিক্ষার বাণিজ্যিকীকরণের পরও তাঁরা প্রমান করলেন শিক্ষা ব্যবসা নয়। এর ওপর ভ্যাট হতে পারে না।
ষষ্ঠত: বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাজ সচেতনতা সম্পর্কিত নেতিবাচক মিথ তাঁরা ভেঙে দিয়েছেন।
সর্বোপরি জনতার শক্তিই শেষ কথা একাই প্রমাণ করলেন তাঁরা।
তাঁদেরকে আনতরিক অভিনন্দন।
এর ভেতর দিয়ে তাঁরা আরেকটি সম্ভাবনা তৈরি করলেন। কিছু বেসরকারী প্রতিষ্ঠান নানা বাহানায় টিউশন ফি বাড়ানো থেকে শুরু করে নানা কায়দায় ছাত্রছাত্রীদের ীভিভাবকদের পকেট কাটছেন। এই দুষ্ট অংশটুকু বেসরকারী শিক্ষাখাতের জন্য খারাপ। এবারের আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে মনোবল লাভ করলেন একদিন তাঁরা এই দুষ্টক্ষতের বিরুদ্ধেও শান্তিপূর্ণ আন্দোলনে নামবেন। এবং সাফল্যও লাব করবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




