কি সুন্দর দেখা গেলো!
এক আসরে বসে ছিল
শেখ হাসিনা ডান পাশে
খালেদা জিয়া বাম পাশে।
আহা! আহা!
মাঝখানেতে চৌদ্দ সোফা
রাজপথে জনগণের দফারফা
অবরোধের নামে তখন চলছে।
দুই নেত্রীর প্যাচা মুখে ভাসছে
হু , হু...হিংসা হিংসা মেকআপ
মিছে ভদ্রতা হয়েছে যেন খাপ
তলোয়ারের , এই বুঝি মারে
কোপ সুযোগে একে অন্যেরে।
আহা! আহা!
অনুষ্ঠানে সশ্রস্তবাহিনী দিবসের
মাইকে ঝরতে দেখলাম বিষের
বাতাস, দুই নেত্রীর জন ভোলানো
দামী দামী শাড়ির অাঁচল দোলানো
দম্ভ আর ক্ষমতার দূর্বার লোভ।
আমরা সাধারন জনগনের ক্ষোভ
সেখানে, মানুষতো একটু ভদ্রতাও
দেখায়, ওই দুজনার মাঝে কোথাও
মানুষের সেই গুন দেখি না কভু,
ওরা দুজন কি মানুষ নয় প্রভু?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



