শিশু রবির কাঁচা হাতের জড়তার মত
নজরুলের বাবরির মত জট পাকানো,
পদ্ম-পাতায় জল আর দোয়েলটার ওড়ার মত
চারকোনা সবুজের মাঝে লালটার উল্লাসের মত,
আর ধর....
যতখানি জয়নুলের একটা তুলির টানে
লালন সাঁইয়ের একেকটা গানে
জীবনান্দের বনলতার অবগুণ্ঠণে
তিতাসের তীরঘেঁষা কোকিলগুলির কলতানে...
বিশ্বাস কর, আমার সোনার বাংলা,
আমি তোমায় তেমনি ভালবেসে
তোমার অক্ষর ধার করে বুকে ধরে
আমার েতামায় আমি একটা কবিতা দিলেম...
স্যােটলাইট কালচারের এই কালে
তোমার অ-ন-ক দূরে বসে....হেসে হেসে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




