সাকি, তুমি আমার আকাশ-চিল
তোমাতে ভর করে'
আমার আকাশ ছোঁয়া....
সুরার পেয়ালা ভরে দাও
সুন্দরী.....
তুমি, আমি, মদিরা....
চল আকাশেই করি উপাসনা
দাও, ঢেলে দাও পিয়া....
আমায় বিলীন করে দাও তোমার উদধত স্পরশে
আর মাতাল কর
সাকি, আমার অন্তরের জায়নামাজে
তোমার আসন পাতা
মূরখের দল কি বুঝবে
তোমার-আমার উপাসনা.....। ।
এসো িপয়া, হাতে রাখো হাত, ঠোঁটে ঠোঁট,
আর পিয়ালা ভরা মদিরা..
সাকি, ও সুন্দরী পিয়া,
.....আমার আকাশ-চিল
স্বরগ নয়.......ঐশ্বরিক আনন্দ দাও
আমায় ঈশ্বর দাও
আমার আরাধ্য আমায় দাও......
বৈতালিক বৈমানিক আমি
সাকি, তুমি আমার আকাশ-চিল......। ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




