সুদূর পরবাসে আসিয়া বিষন্ন চিত্তে চানাচূর খাইতে খাইতে ভাবিতেছি বিদ্যার সাগর না হইতে চাহিয়া যদি চানাচূর বেচিতে পারিতাম- তাহা হইলে কড়মড় করিয়া চানাচূর ভাঙ্গিতে পারিতাম । েতল-মরিচ-পিয়াজ দিয়া চানাচূর খাইবার লাগিয়া লালা ঝরিতেছে । আমসত্ত্বা, আচার, চটপটি মানসচক্ষে বারংবার ভাসিয়া উঠিতেছ । গায়ক হইলে গান লিখিতাম, কবি হইতে পারিলে কবিতা, ছায়াছবি বানাইতে পারিলে ছায়াছবি---সমস্তই চানাচূরকে নিয়া...
যাহারা দেশে বসিয়া আছেন, তাহারা বিদেশে না আসিয়া চানাচূরকে ততখানি অণূভব করিতে পারিবেন না ।
ডাকযোগে চানাচূর পাঠাইয়া দিতে পারিলে আমরা সামহয়্যারইন-এর নিকট আরো নিয়মিত হইতাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




