এই তো আর কিছুদিন
তারপর আমি নেই, মানে নেই একদম।
তারপর ব্যাবিলন থেকে হ্যামেলিন
দম আটকে আসা এইসব দিন
ওরাও নেই, মানে একদম নেই।
আর তোমাদের তারা খসে পড়া বাতাসের রাতে
আমি কাকর বাছি তো পোকা পড়ে পাতে।
সব কিছু সয়ে গেছে,
নদী সেও বয়ে গেছে,
তারপর শুণ্যের কাছে স্বপ্নের কথা বলে
স্বপ্নের কাছে নতজানু বসে
মায়ের দাওয়ায় বসে পথ চেয়ে থাকা দিন
আর বাবার ক্ষয়ে যাওয়া দিনগুলো জানে পুরোনো হ্যামেলিন,
তোমরা না জানলেও ক্ষতি নেই;
হিসেবের দিন বেহিসেবে ফুরোবেই।
আর ইস্তেহারের দেয়াল থেকে পলেস্তারা
খসে পড়ে; হেসে খুন হয়, খসে যায় সব তারা!
আর কেউ নেই, পুরোন থাকে না কোথাও,
বাঁঁশিওয়ালা নেই, আর, আর আমিও, আরো কিছুদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



