রাত ভোর হয়ে যায়।
আমি কি করছি জেনে
তোমাদের বুকের আগুন নেভে না তবু
জ্বলছো, জ্বলে উঠছো, পুড়ে যাচ্ছো।
জলে নামছো, তবু নিভছে না,
বরং আরো দাউদাউ পুড়ে যাও।
মানুষের চেয়েও আরো বেশি খবরের পৃথিবীতে,
কি হবে জেনে, আমি কোথায় দুঃখ বেচি? কোন হাঁটে?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



