কবিতা লেখা আর ছবি তোলা, সব বন্ধ।
অফিস আমার অবসরের ভালোবাসা কেড়ে নিল।
এখন বলছে বেতন টাও নাকি এবার বাড়বে না।
মনে হচ্ছে এই ক্ষণে বুঝি ভালো বাসাটাও খোয়াতে হবে।
বাড়ি ফিরি গভীর রাতে।
বউ রাগ করে কথা বলা বন্ধ করেছে।
সের এর উপর সোয়া সের যুক্ত হলো যখন বললো "তুমি অফিসেই থাকো, আমি চললাম বাপের বাড়ি।
এবার অফিস বোধহয় শেষ সম্বল বউএর ভালোবাসাও কেড়ে নিতে চাইছে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




