উরুস বলতে সাধারনত বুঝি, কোন পীর-ফকির, অলি-আওলিয়ার মৃত্যু বার্ষিকী, বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হওয়া ।
উরুস আরবিক শব্দ, তার নিজস্ব একটা অর্থ আছে ।
عروس আরুস মানে কনে ।
عريس আরীস মানে বর ।
আরুস আর আরীসের অর্থাৎ বর কনের মিলন হয় যখন, এই সময়কে তখন উরুস عرس বলে । অর্থাৎ বিবাহর মাধ্যমে প্রথম স্বামী স্ত্রীর মিলনের সময় বা দিন কে উরুস বলে ।
বার্ষিকী উরুস মানে বিবাহ বার্ষিকী ।
যেখানে আরবদের বিবাহ দিন হচ্ছে উরুস আর আমাদের পীর-ফকির, অলি-আওলিয়ার মৃত্যুর দিন হচ্ছে উরুস ।
শুনতে কেমন লাগে, কোথায় বিবাহ দিন আর কোথায় মৃত্যুর দিন ।
আমাদের উরুস শব্দের অর্থ বুঝার জন্য জানতে হবে, আশেক আর মাশুকে ।
পীর সাহেবের কিতাবের ভাষায় আশেক আর মাশুক হচ্ছে:
যাহাকে অতিশয় ভালবাসে তাঁহাকে বলে মাশুক, আর যে ব্যক্তি অতিশয় ভালবাসে তাঁহাকে বলে আশেক ।
মাযনুন মত্ত লায়লার প্রেমে । মাযনুন আশেক লায়লার প্রতি । লায়লা মাশুক মাযনুন আশেক ।
যারা মাওলা পাকের আশেক, তাহারা মাশুকের কাছে যা পাইতে চায় তা পূর্ণ হয় মিলনে ।
আশেক মাশুকের মিলন হল উরুস । আশেক লোকালয় থেকে পরদার আরালে চলে যান ।
যেহেতু তাহাদের মৃত্যু সাধরন মৃত্যু নয়, তাহারা পরদার আরাল হয়ে স্থানান্তরে চলে যান, এই জন্য তাহাদের কবর কে মাজার অর্থাৎ জিয়ারতের জায়গা বলতে হবে তাহাদের মৃত্যু দিন কে ওপাত বা মৃত্যু দিন না বলে, বলতে হবে মিলনের দিন বা উরুস ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




