কখনো কি.....
ঘুম ভাঙ্গা হিম হিম সকালে
শিশিরসিক্ত দূর্বাঘাসের ওপর বসে
উদায় নয়নে আদিগন্ত সম্মুখে তাকিয়ে
অথবা
কখনো কি.....
প্রখর রৌদ্রতাপে পুড়তে পুড়তে
খড়ের গাদার ওপর বসে
ক্লান্ত-শ্রান্ত ভাবে অবিশ্রান্ত দূর্ভোগ সয়ে
কিংবা
কখনো কি....
মর খারাপ করা বিকেলে
গোধুলীর আবছা কোমল হাওয়ায়
পৃথিবীর সব সুখ নিজের ভেবে নিয়ে
কখনো কি....
চুরি করে, সকলের অগোচরে...
খোলা প্রান্তরে
কিংবা ঝোপের আড়ালে বসে...
কখনো কি...
পায়খানা করেছেন?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




