আমি আবার ফিরে এলাম স্বামীর সংসারে।
বাড়ি যাবার দুদিন পর আমার এক বান্ধবী(পাশের ফ্লাটের, বছরখানেক আগে একবাড়িতে ভাড়া ছিলাম, সেখানেই পরিচয়) ফোনে জানতে চায় আমরা কে কেমন আছি। আমি আমার ক্ষোভ যতোটা সম্ভব ঢেকে রেকে উত্তর দিলাম।
তারপর বান্ধবীটা জানাল আমার স্বামীর কীর্তি।
সে নাকি না খেয়ে রোজা রেখে তারপর সন্ধ্যার পর বান্ধবীর মা কে রক্ত দিয়ে এবং তার পিতার হাতে টাকা না থাকায় সেফটি চেম্বারে(মানিব্যাগের)রাখা ৫০০টাকা দিয়ে এক বন্ধুর ঘাড়ে হাত দিয়ে চলে গেছে।
আমার স্বামী দিয়েছে মানুষকে রক্ত?
না খেয়ে রোজা রেখেছে।
আমি নাই বলে সে খাবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


