আমি সূর্যের তেজস্বীনী আলো দেখেছি---
দেখেছি তোমার বিমূর্ত রাগিনী ছবি!
আমি জোছনাস্নাত রাতের মায়াবী আলো দেখেছি---
দেখেছি তোমার অম্লান নয়নে স্নেহের অঞ্জলি!
আমি মেঘেঢাকা আকাশের কোণে ব্জ্র আওয়াজ শুনতে দেখেছি---
দেখেছি তোমার কন্ঠে স্বার্থপরতার বাহাদুরি!
আমি তারা ভরা আকাশের ঝিলমিল আভা দেখিছি---
দেখেছি তোমার হৃদয়ের জমানো কথার ঢালী!
আসি নিঝুম রাত্রির ভয়াল অন্ধকার দেখেছি---
দেখেছি তোমার মানস গগনের কংকাল মূর্তি!
আমি বর্ষার দিনে সিক্ত বারী দেখেছি--
দেখেছি তোমার সুশীতল হৃদয়ের মায়াবী রক্তিম রীতি!
আমি ভোর বেলা ঘাসের ডগায় ক্ষুদ্র ক্ষুদ্র শিশির বিন্দু দেখেছি---
দেখেছি তোমার বিশালতার বুকে সংর্কীণতার মিনতি!
আমি হীমশীতল সাগরের নিস্তব্দ জল দেখেছি---
দেখেছি তোমার বাধভাঙ্গা হৃদয়ের মায়াবী আকুতি!
আমি কাঠালের মৌ মৌ গন্ধে কোকিলের সুমিষ্ট কন্ঠ শুনতে দেখেছি---
দেখেছি তোমার আগমনী বাণী দুধের মাছির মতো মিশুতি!
আমি বসন্তের নবরঙ্গে সাজতে দেখেছি সমস্ত পত্র পল্লবকে---
দেখেছি তোমার আপাদমস্তক বেণী থেকে নূপুর পড়াতে!
মাথার চিকন কেশ থেকে তোমার আলতা রাঙ্গা পায়---
বুঝিয়া উঠিতে পারি না তাই করি হায় হায়!!!
হে বীরঙ্গনা (! )সকল বীরপুরুষ-ই তোমার বাহুডোরে আবদ্ধ---
তোমাতেই খুজে পাই সুখ-দুঃখ আবার তোমাতেই আমরা অবরুদ্ধ!!!!
বদরুল ইসলাম প্রিন্স
২৫/০৫/২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





