কবি আমি তোমার কবিতা আর পড়বো না?
তোমার কবিতা দিন-মজুরের কথা বলে....
কানে তুলে না এই সভ্য সমাজের উঁচু মানুষেরা
কাগজের টুঙ্গা ভেবে ডাষ্টবিনে ফেলে দেয় ওঁরা,
মৃত্যু হয় কবিতার, মৃত্যু হয় দিন-মজুরের স্বপ্নের.??
কবি আমি তোমার কবিতা আর পড়বো না?
তোমার কবিতা শোষণের বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদ জানায়,
বইমেলায় বিক্রিও হয় প্রচুর...!
কিন্তু সংসদের চৌকাঠ আর পেরুয় না?
কবি আমি তোমার কবিতা আর পড়বো না?
তোমার কবিতায় প্রকাশ পায় এই সমাজের নিকৃষ্ট মানুষের মুখছবি,
যারা গরিবের আধিকার নিয়ে ছিনিমিলি খেলে!
দশটা খুন আর নারীবাজী করে বনে যায় নেতা?
ভোটের সময় এলে হয়ে যান দরবেশ আওলিয়া!
সাংসাদ খেতাব পেয়ে,
দামী গাড়ি হাকিয়ে....
গ্রামবাসীকে উপহার দেন দুলোর ঝাপটা!!
জনসম্মুখে ভাষণে বলেন, ধর্য ধরে একটু আপেক্ষা করুন, আপনাদের সব কষ্ট লাঘব করে দেব,
তারপর ভাষণ শেষ হয়....
সেই সাথে সাঙ্গ হয় ভাষণে দেওয়া প্রতিশ্রুতি!
এই অপ্রিয় বাক্যগুলো তোমার কবিতায় ফুঠে উঠে..
তাই সংবিধানে তোমার কবিতার কোন স্থান নেই?
কবি আমি তোমার কবিতা আর পড়বো না?
বদরুল ইসলাম প্রিন্স
সিলেট, ৩০/০৭/২০১০ খ্রিঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





