ব্যস্ত শহরের আলো আধারিতে জীবন হয়েছে নাভিশ্বাস,
শহরের মস্ত বড় বাবুরা তাই করছেন হৈ-উল্লাস!
সাড়ি সাড়ি সাজানো গাড়ি রয়েছে দাঁড়িয়ে ঠায়,
রূপের নেশায় বাবুরা মাতাল, ড্রাইভার নাক ডাকায়!
মদের পেয়ালায় চুমু দিয়ে ধন্য করেন বাবু নিজেকে,
কামনার তৃষ্ণায় গর্জে উঠেন নর্তকীর বাহুডোরে!
স্ত্রী-সন্তান ঘরে রেখে...
তৃপ্তির খোজে আসেন এখানে....!
রূপসাগরে অবগাহন করেন মধ্যরাত অব্দি
নরম হাতের গরম ভাত নিয়ে আপেক্ষা করছেন গৃহিনী!
কামনার তৃপ্তিতে বেমালুম ভুলে গেছেন সংসার সন্তান,
এরাই দেশের কর্তা-ব্যক্তি, এরাই দেশের প্রাণ!
সকাল বেলা দেখলেই এদের করি আমরা প্রণাম!!!
বদরুল ইসলাম
সিলেট, ৩১/০৭/২০১০খ্রিঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





