এই পৃথিবীর দুধে-ভাতে বড় হচ্ছি প্রতিনিয়ত,
একটু একটু করে অতিস্ত বিস্তৃত হচ্ছে চারিদিকে।
ক্রমেই ক্লান্তি ঘনিয়ে আসছে,
শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে...?
বাতাসের ভেতর দিয়ে ভেসে আসছে নিরীহ মানুষের লাশের গন্ধ...
সেই গন্ধ জানান দিচ্ছে আমার পূর্ব পুরুষেরা দরিদ্র প্রজাদের রক্তচোষা রত্ন নিয়ে রাজত্ব করেছে !
মনুষ্যত্বকে বিকিয়ে নিষ্ঠুরতার চরম ইতিহাস উপহার দিয়েছে?
আমি এমন পৃথিবীর দুধ-ভাত চাইনি;
যে ভাতে রয়েছে বিষাক্ত নিকোটিন বিষ?
আমি এমন পৃথিবী চাইনি;
যে পৃথিবীতে রয়েছে শিরায়-উপশিরায় স্বার্থের বিষাক্ত বীজ!
আমি সেই বীজের ফসল হতে চাইনি
যে ফলের বীজও হবে বিষাক্ত।
আমি চাইনি এমন পৃথিবী;
আমি আমার পৃথিবী গড়বো...
স্বচ্ছ, সবুজ-শ্যামল, মায়-মমতা ভরা,
মনুষ্যত্বের বাধনে বাধা, সত্য, সুন্দরকে পূজা করা,
সম্প্রীতি আর নিটোল ভালোবাসায় ঘেরা,
যে পৃথিবীকে স্যালুট দিবে আপামর জনতা।
সেই পৃথিবীর নাম হবে মানবতার পৃথিবী
আমি সেই পৃথিবী গড়বো।
বদরুল ইসলাম প্রিন্স
০২ রা আগষ্ট ২০১০ খ্রীঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





