দারিদ্র্য......!
তোমাকে শত সহস্র সালাম...
তোমার পরশে হয়েছি অম্লান।
দারিদ্র্য......!
তুমি মহৎ জীবনের কান্ডারী
তোমার আবেহ জীবেনর সব রং হয়ে ওঠে
ষোল কণায় পরিপূ্র্ণ।
তুমি প্রতি পরতে পরতে দাও তৃপ্তির অঞ্জলি।
দারিদ্র্য......!
জীবনকে বিষিয়ে বিষিয়ে করে তুলে অমৃতসম
তোমার দহনে হয়ে যায় জীবন লাৈহপূর্ণ।
দারিদ্র্য......!
বসন্তের পত্র-পল্লববিহীন ডালপালার মতো জীবন বয়ে বেড়াই আমরা...
ঠিক তখনই তোমার দর্শনে পেয়ে যাই সফলতার মালা।
দারিদ্র্য......!
২৪ ঘন্টা ৩৬৫ দিন তোমার সাথে আমার দেখা?
তোমার রন্ধে রন্ধে আমার বয়ে যাওয়া সফলতার বর্ণমালা গাথা
সেই বর্ণমালার অ, আ, ক, খ আমার পাঠ্যসূচী।
দারিদ্র্য......!
শৈশবে বাবার কনিষ্ঠ আঙ্গুলি ধরে গাঁয়ের মেঠো পথে হাঁটতে শিখেছি.....
এখন হাঁটতে শিখেছি তোমার......।
দারিদ্র্য......!
আমি জানি...
সূর্যের আলো পৃথিবী থেকে যে ভাবে আন্ধকার দূর করে
তোমার আলো জীবন থেকে হতাশা, গ্লানি, ব্যথর্তা দূর করে দেয়।
তোমার আলোয় আলোকিত হয়ে কত মহাপুরুষ জগৎ সংসারে হয়েছেন কী্র্তিমান....।
তোমার ধারা এভবেই বহমান!!
বদরুল ইসলাম
সিলেট-১৭/০৭/২০১০খ্রীঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





