সেই ২০০৯ সালের ২৪শে এপ্রিল ছিল শুক্রবার। দৈনিক পত্রিকার ওয়েব সহ সামুতে নজর বুলালে নীচের পোষ্টটি নজরে আসল;
L'amour est bleu: ফরাসি একটি গানের সুর ...
Click This Link
এই পোষ্টদাতা আর কেউ নন...আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়া ইমন জুবায়ের ভাই। এই সুর বহু শুনেছি আগে বিভিন্ন বাংলাদেশী এড সহ ভারতীয় চলচিত্রে। কিন্তু এই ইমন ভাইয়ের জন্যই হয়ত সুরটার আসল উৎস জানা সম্ভব হয়েছে। নতুবা এখনও এ সমন্ধে জানতাম না। তাই এই পোষ্টটাকে সরাসরি প্রিয়তে নিয়ে নেই। এই লেখা পড়ার পর হতেই উপলদ্ধি হয় যে অত্যন্ত প্রতিভাবান ও গবেষক ধর্মী ব্লগার এই ইমন ভাই। কোরিয়া যুদ্ধের সঠিক ইতিহাস বহু কিছুই তার পোষ্ট হতে জানতে পারি।
সেই ২৪শে এপ্রিল হতে রোজ না হলেও প্রায়ই লামুউ এ ব্লু গানটি শুনে আসছি। যতবারই বাজাই ইমন ভাইকে স্মরণ করতাম এবং মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুর হল এই ফরাসী গানটি।
আজকে শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৩ সামুতে ঢুকেই উনার মৃত্যুর সংবাদ পেলাম। সামু একজন মেধাবী, পরিশ্রমী ও গবেষক ধর্মী ব্লগার হারাল। এই রকম ব্লগার খুব কম এবং সহজে আসে না।
আল্লাহর কাছে মরহুম ইমন জুবায়ের ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি, আমিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




