দেশের সবকটি টিভি চ্যানেল সরকারের তোষামদ কারী।অনেক "না" কে তারা "হা" বানাতে পারেন। আ: লীগ সরকারের তোষনকারী এসব চ্যানেল গুলোর উপর সরকার বর্তমানে আস্থা হারিয়ে বিলবোর্ডিং পদ্ধতি গ্রহন করেছে।
আওয়ামীলীগ জবরদখল করে এসব বিলবোর্ড মালিকদের পেটে লাথি মেরে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের সরকারী টাকা খরচ করে আওয়ামীলীগের প্রচারণায় ব্যাস্ত।
গতকাল জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিলবোর্ড গুলোতে উন্নয়নের চিত্র পরিবেশনের খরচ বিভিন্ন মন্ত্রনালয় বহন করেছে। সুত্র: এনটিভির ৭.৩০ সংবাদ তাং-০৫.০৮.১৩
আজকে আবার ইনু বলেছেন, সরকার এগুলো করলে তো বিল বোর্ডের নিচে সংশ্লিস্ট মন্ত্রনালয়ের লোগো থাকত। সুত্র-http://www.prothom-alo.com/international/article/36206/বিলবà§à¦°à§à¦¡à§_à¦à¦¨à§à¦¨à¦¯à¦¼à¦¨_দায়_সà§à¦¬à§à¦à¦¾à¦°_à¦à¦°à¦à§_না_à¦à§à¦
এগুলো কারা করেছে তা আমরা জানিনা, তবে তা সরকারি টাকায় হয়েছে তা মোটামুটি নিসচিত।
সরকার কেনো বিলবোর্ডে আমার জানা নাই, তবে আস্থাহীনতায় ভুগছে তা সত্য।
পাবলিক ইহা বুঝিতে পারিলে "খবর আছে" বলে আমার মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


