এই সৌর জগতের একমাত্র আলোর উৎস হলো সূর্য। সূর্যের অনুপস্থিতিতে এই সৌরজগতটি অন্ধকারাচ্ছন্ন।
অন্ধকারের জন্য কোন উৎস/মাধ্যম প্রয়োজন হয় না। অন্ধকার মৌলিকভাবেই অন্ধকার এবং সীমাহীন। পক্ষান্তরে আলোর জন্য কোন একটি উৎস/মাধ্যম প্রয়োজন। যা সুনির্দিষ্ট ও সীমিত।
নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নেতিবাচকতা কিংবা মন্দ যেকোন কিছুর জন্য কোন উৎস/মাধ্যম প্রয়োজন হয় না। সেসব মৌলিকভাবেই বিদ্যমান এবং জন্মগতভাবেই মানুষ পেয়ে যায়। পক্ষান্তরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচকতা এবং ভালো এসবের জন্য কোন একটি উৎস/মাধ্যম প্রয়োজন। যা অর্জন করে নিতে হয়।
আমাদের জীবনকে আলোকিত করতে একটি আলোর উৎস প্রয়োজন। উৎসবিহীন মানব জীবন কখনও আলোকিত হতে পারে না। এই আলোর উৎসটি আমাদের খুঁজে নিতে হয়। এতো এতো অন্ধকারের মাঝে যা খুজে পাওয়া অত্যন্ত কঠিন।
এই কঠিন কাজটি সম্পাদন করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়াও আছে। যারা আলোকিত হয়েছেন তাদের লক্ষ্য এক হলেও পথের ভিন্নতা রয়েছে। স্থান-কাল-পাত্র ভেদে এই প্রক্রিয়াটিও ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তবে অধিকাংশ মতের মধ্যে যে সাদৃশ্য পাওয়া যায় তাহল- "অন্ধকারে ডুবে আলোর সন্ধান করা।" কারণ অন্ধকারের মাঝে আলো নিহিত থাকে।
বিষয়টি একটু ক্লিয়ার করে বলি, যারা রং তুলি নিয়ে খেলা করে তারা জানে কালো বলে কোন রং নেই। সকল রং এর সংমিশ্রণই হলো কালো রং। তার মানে কালো রং এর মাঝে সকল রং রয়েছে। এখন যদি আমরা সেখান থেকে রং গুলোকে আলাদা করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রংটি পাবো।
অসমাপ্ত ----
✍️ ইকবাল


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



