সময় গড়িয়েছে, বেড়েছে বিশ্বাসঘাতকের সংখ্যা, বদলেছে গণতন্ত্রের চর্চা। এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর সৈনিকরা নিত্যদিন মারধর, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। অথচ তারা কারা? তারা সেই মুক্তিকামী মানুষ, যারা জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, যারা বুকের রক্ত দিয়ে লাল-সবুজ পতাকাকে উড়িয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হলো, স্বাধীনতার স্বপ্ন যারা দেখিয়েছিলেন, তাঁদের অনুসারীরাই বারবার অবহেলা, অপমান আর নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বাসঘাতকেরা ইতিহাস বিকৃত করেছে, সত্যকে আড়াল করেছে, আর মুক্তিকামীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে।
তবে মনে রাখবেন, ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুর সৈনিকরা যতই নির্যাতিত হোক না কেন, তাঁদের রক্ত, তাঁদের সংগ্রাম আর তাঁদের আত্মত্যাগ চিরকাল বাংলার মাটিতে অমর হয়ে থাকবে। কারণ সত্যকে চেপে রাখা যায় না, স্বাধীনতার চেতনাকে হত্যা করা যায় না, আর বঙ্গবন্ধুর স্বপ্নকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না।
আমরা স্বাধীনতার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, আমরা বিশ্বাসঘাতকের বিরুদ্ধে।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



