দুলি দুলি পীঢ়া ধরণ ন জাই।
রুখের তেন্তলি কুম্ভীরে খাই।।
আঙ্গন ঘরপণ সুন ভো বিআতী।
কানেট চোরে নিল অধরাতী।।
সসুরা নিদ গেল বহুড়ী জাগই।
কানেট চোরে নিল কা গই মাগই।।
দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি হইলে কামরু জাই।।
অইসনী চর্য্যা কুক্কুরীপা এঁ গাইল।
কোড়ি মাঝে একু হিঅহি সমাইল।।
আধুনিক বাংলা:
কাছিমের দুধ দু'য়ে ভাঁড়ে কুলাচ্ছে না; ওদিকে আবার কুমীরে খেয়ে নিচ্ছে গাছের তেঁতুল। শোনো হে বাদ্যকরী, আঙিনা আছে ঘরের ভেতরেই। দুপুর রাতে 'কানেট' চুরি গেল। শ্বশুর ঘুমালে পর জেগে উঠল বঁধূ। চোরে নেয়া 'কানেট' কই গিয়ে খুঁজব? দিনের বেলা যে বঁধূ কাক দেখলেও ভয় পায়, রাত নামলে সে বঁধূই আবার কামরূপ যায়। কুক্কুরীপা এমনতরো চর্যাই গাইলেন কোটি হৃদয়ের মধ্যে যা কেবল একটি হৃদয়েরই বোধগম্য।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১০ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



