কেবলি ছিঁড়ে যাচ্ছি, পুরোনো কাঁথার সুঁইফোঁড়
অসহায় সুতোর বুনন, সম্পর্কের নিরলস সংসারে
লবনের নিজস্ব স্বাদ, ভাজা মাছটার কৌলিন্য
অন্ধকারে হাঁতড়ানো সময়, পলেস্তরা খসা ছাদ ৷
কেবলি ছিঁড়ে যাচ্ছে পারিবারিক অটুট ৷
লতাল্মে জড়িয়ে থাকা বৃক্ষের অবিরত বেড়ে ওঠা
ধূসর ছায়ায় নীচে, খরতাপে কামান্ধ ঘামের বিবর
টুকরো টুকরো হয় অন্তরের সোনালী বোধ ৷
মগজের সমস্ত জুড়ে দুধেভাতে উৎপাত
টানাপোড়নে বিধ্বস্ত মন, মানসিকতার নিটোল বিকেল
একগুচ্ছ রজনীগন্ধার ঘ্রাণে সামাজিক অবদমন
লুট হয়ে যাচ্ছে স্বস্তি, নিরলস হাওয়ার বাধন ৷
আমরাতো ছিঁড়ে যাচ্ছি বিভেদের জলরেখায়,
ডাইনিং টেবিলের একাকীত্বে, সকালের গরম ভাতে,
আলুভর্তার নিটোল আলসেমিতে, ডালের স্বাদে
টুকরো করে ভাজা রুইমাছে, ফিরনির মিষ্টি দুপুরে ৷
ছিঁড়ে যাচ্ছি আমি, ছিঁড়ে যাচ্ছো তুমি
ছিঁড়ে যাচ্ছে মানুষের মন, মানসিকতাও ৷
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




