আপনারা কেউ কি কখনো কোন লটারী ভিত্তিক কম্পিটিশনে কোন কিছু জিতেছেন? অনেকেই হয়ত জিতেছেন, আবার অনেকে জেতেননি। কিন্তু আমি জীবনেও কখনো এধরনের কোন পুরস্কার জিততে পারিনি, এমনকি স্কুল লাইফে শিক্ষা সফরে বা কোন পিকনিকে একটি শ্যাম্পু বা সাবানও নয়

কিছুদিন আগে আমার পার্সোনাল ব্লগের একটি পোষ্টের জন্য কিছু তথ্য নিতে আমি নকিয়ার অফিসিয়াল সাইটে ব্রাউজ করছিলাম। হঠাৎ RAC(Roya Artist Club) Blogspotting Challenge এর একটি ব্যানার দেখে কৌতুহল জাগায় আমি সাইটটিতে গেলাম। গিয়ে দেখি নকিয়া হেডসেট জিতার একটি কম্পিটিশন, স্পনসর খোদ নকিয়া। হেডসেটটি দেখে লোভ ও নেটে নিজের লাক ট্রাই করার খায়েশ থেকে চ্যালেন্জ গ্রহন করলাম। চ্যালেন্জটি একটু অন্যধরনের, Royal Artist Club এর যে কোন ব্যান্ড দলের ব্লগ( হেহে, মিউজিক ব্যন্ড এখন ব্লগিংও করে

যাই হোক, আপনারাও চাইলে চ্যালেন্জটি গ্রহন করতে পারেন আর জিতে নিতে পারেন ফাটাফাটি Nokia Bluetooth Headset। হেডসেটটি আসলেই অসাধারন। নিচের লিংক থেকে আপনি ইচ্ছা করলে RAC Blogspotting Challenge এ অংশগ্রহন করতে পারেন।
RAC Blogspotting Challenge Link
আশা করি আপনারাও জিতে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


