আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আবার মনে নাড়া দিচ্ছে। কথাটি হল-
"হায় বুধিহীন মানব হৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোঁচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন নাড়ী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া স পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে"।
কথাটির অবতারণা করলাম এই জন্য যে,কয়েকদিন আগে আমিই লিখেছিলাম ঢাকা শহরের আপাত যানযটহীনতার কথা, যা ছিল খুবই সাময়িক। আজ বুঝলাম এইটা শুধু সাময়িক নয়, বরং অলীক কল্পনা বৈ কিছু নয়।যা লাউ তাই কদু। যে রাস্তা ২০ মিনিটে আসা যায় তাই আসলাম ১ ঘন্টা ৪০ মিনিটে। মনের দুঃখ আর কারে জানাব...?
কিন্তু ঐ যে কবিগুরু বলে গেছেন, তাঁর কথাতো হেলাফেলা নয়। তাই আবার আশায় বুক বাঁধি। হয়তো একদিন যানযটমুক্ত ঢাকা নগরী দেখব। আসুন না সবাই মিলে সেই পথে চলি, একটু সচেতন হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





