ইঁদুর মারেন, চিকা মারেন, তেইলাচোরা মারেন, চোরার গরের চোরা তেইলা চোরা, জায়গায় খাইয়া-জায়গায় বেরেক, লাইনে খাইয়া ছিরিয়ালে মরে, লাফাইয়া খাইয়া-দফাইয়া মরে, কাইত ওইয়া খাইয়া চিত হইয়া মরে। ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাঁছোন নাই, ধরা খাইলে যাবিন নাই!!!
হা হা হা ধরা খাইছে ইঁদুর রাখবেন কি মারবেন সিধ্যান্ত আপনার, রাখতে অইলে কিছুই করার দরকার নাই, মারতে হইলে এক দৌড়ে আমার কাছে আশেন, আমার কাছে পাচ্ছেন একটি “বিষ টোপ” ।ইহা ইঁদুর চলাচলের পথে, গর্তের মুখে - তিন ভাগের এক ভাগ ঔষধ রেখে দিন, এতে ইঁদুরের লোভনিয় খাবার মিচ্রিত করা আছে, জায়গায় খাইয়া-জায়গায় বেরেক, লাইনে খাইয়া ছিরিয়ালে মরে, লাফাইয়া খাইয়া-দফাইয়া মরে, কাইত ওইয়া খাইয়া চিত ওইয়া মরে। আপনি ঔষদটি যে কোন দোকানে পাবেন দাম নিবে ২০ টাকা, কোম্পানির প্রছার উপলক্ষে আমি আপনাদের কাছে দাম নিচ্ছি মাত্র ১০ টাকা ১০ টাকা ১০ টাকা, ছেল করি বেশি লাভ করি কম।
আছেন কোন ভাই...১০ টাকা দিয়ে আমার কাছ থেকে এক পেকেট ঔষধ নিয়ে যান। নষ্ট করে ঘর বাড়ি ইঁদুর মারেন তাড়াতাড়ি... এ দিকে আছেন কোন ভাই??? ওই ভাইয়েরে ২টা দে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




