
©কাজী ফাতেমা ছবি
মন দুয়ারে ঠকঠক কড়া নেড়ে বলে এই আমি বসন্ত!
মন জানলা খুলো...... ফাগুন হাওয়া বয়ে যাক
এই রে শীতের যে হলো অন্ত,
থেমে থেমে বইছে হাওয়া,
খুলে দিলাম দক্ষিণ দাওয়া;
কান পেতে শুনি মৌমাছিদের সুখ গুঞ্জরণ,
মনের তারে বাজেরে বাজে সুর অনুরণ।
ঝরা পাতার মৌসুমের হবে হবে ইতি,
আসবে নতুন কুঁড়ি, কুঁড়ির সাথে বৃক্ষের কী নিবিড় সম্প্রীতি;
নব উচ্ছাসে প্রকৃতি আজ সুখে মাতোয়ারা,
বইছে দেখো বন্ধু প্রকৃতির গা বেয়ে
ফাগুন হাওয়ার ফোয়ারা।
কত বসন্ত এসে চলে গেলো, মনে আনোনি যে রঙ,
এই ফাগুনে মনে নিয়ে আসো বসন্ত বরং,
কোন সে বিষাদে মুখে তোমার বিষাদের প্রতিবিম্ব,
তুমি চিনো না বসন্তের ফুল, চিনো না বর্ষার কদম্ব।
এই যে এত সুরসুরাসুর, এই যে কোকিলের কুহু কুহু আওয়াজ,
চারিদিকে আনন্দ, ফাগুন হাওয়ায় সাঁই সাঁই পাতাদের কুচকাওয়াজ,
শুনো নি কানে? বলো নি, বসন্ত এসে গেছে,
মন তোমার উঠেনি উচ্ছাসে নেচে!
এসো ঠোঁটে ধরি বসন্তের গান, সুখে মন মাতিয়ে রাখি
বসন্ত ফুলের ঘ্রাণ নিয়ে দেহমনে মাখি,
এসো শুকনো পাতার নুপূর বাজিয়ে পথে পথে হাঁটি,
একদিন আপন করে নেই দুজনে ধুলো উড়া মাটি।
সময় যে ক্ষয়ে যায়, মন আকাশে ফিকে রঙ মেঘ,
এখনি ফাগুন হাওয়ায় দাও ছড়িয়ে মনের আবেগ,
কিছু বসন্ত ফুল এনে দাঁড়াও আমার সম্মুখ,
তুমি ভালোবােসি বলো, শুনতে যে বোল
অপেক্ষায় হয়ে আছি উন্মুখ।
(১৩-০২-২০২১)

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



