©কাজী ফাতেমা ছবি
হিম জলে পা ডুবিয়ে বসে থাকতে চাই নিরিবিলি,
জলের সাথে কিছু গোপন গল্প হবে আমার,
আর সময়কে দেখাবো বুড়ো আঙ্গুল,
সময় ভেবেছে সে আমার উচ্ছলতাগুলো কেড়ে নিয়ে
ঠেলে দিয়েছে বিষাদের ভাগাড়ে!
উফ্ আমি সুখ অনুভব করে মনের বাড়ি তুলতে পারি
সুখের তুমুল তুফান, আমি হাসতে জানি ব্যথা লুকিয়ে,
আমি দুনিয়ার লোক করি না পরোয়া,
চাই কেবল করুণাময়ের কৃপা!
জলের আয়নায় সুখের মুখোচ্ছবি দেখতে চাই,
দাঁত না বের হোক, মৃদু হাসির ফোয়ারা যেন দেখতে পাই,
চোখের ভাষা পড়তে চাই জলের দিকে মুখ করে,
দৃষ্টিতে থাকুক মহান রবের সৃষ্টির যত সৌন্দর্য।
আমার কিছু চাই না, সুস্থ দেহ চাই
চাই স্বচ্ছ জলের মত টলমলে আর শুভ্র মেঘের মতন মন
তুলতুলে মনের বাড়ী বিরাজ করুক নরম অনুভূতি,
যে অনুভূতি দিয়ে আমি মানুষের দুঃখবোধগুলো দেখতে পাই অনায়াসে।
সান বাঁধানো ঘাটে দু'দন্ড বসে থাকার ইচ্ছেগুলো ঝড় তুলে মনে,
সময় দেয় না আমায় সুযোগ,
ব্যস্ততা'রা দেয় না অবসর, তবুও ইচ্ছেদের করি বুকে লালন,
একদিন ঘাস ছুঁয়ে থাকবে পা, জল ছুঁয়ে থাকবে মন,
সুখের শিহরণ দেহের তারে তারে তুলবে সুখের কাঁপন।
জল যেদিন পা ছুঁবে, কণ্ঠে উঠবে কেবল রবের গান,
করুণাময়ের শোকর গুজার করেই কেটে যাবে আমার আবেগী ক্ষণ
আলহামদুলিল্লাহ্ বলে উঠবো যখন জলে উঠবে ঝলমলানি ঢেউ
সে ঢেউয়ে রেখে দেব আমার বিগত দিনের বিষ পোষা মন,
আমি বর্তমান ভালোবাসি... বর্তমান হোক সুখ ছোঁয়া খঞ্জন পাখি
আমি উড়তে চাই প্রভুর সৃষ্টির সৌন্দর্য ছুঁয়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৯