
©কাজী ফাতেমা ছবি
=একুশ এক আবেগী শব্দ=
একুশ মানে বাংলায় কবিতা গান, যা ইচ্ছে তাই সুর
একুশ মানেই মায়ের মিঠে বুলি, মা মা ডাকতে পারার আনন্দ,
একুশ মানেই মনে পড়ে যায় সেই হায়েনা অসুর,
যারা মুখের ভাষা কেড়ে নিতে বাঁধিয়েছিলো দ্বন্দ্ব।
একুশ মানেই বায়ান্নতে বক্ষ ফুঁড়ে উঠা বাংলার নব কুঁড়ি
একুশ মানেই বাংলা পায়ের তলায় পিষে ফেলার চক্রান্ত
একুশ মানেই বুক চেতিয়ে মাথা তুলে দাঁড়ায় বাংলা বৃক্ষের গুড়ি,
একুশ মানেই মুখের ভাষা কেড়ে নিতে পাক'রা ছিল উদ্ভ্রান্ত।
একুশ মানেই হার না মানা বাঙালির রক্তে রাঙানো ঘাস
একুশ মানেই যুদ্ধ করে ফিরে পাওয়া মাতৃভাষা
একুশ মানেই ভাষার ছায়াতলে শান্তি সুখের আবাস,
একুশ মানেই নতুন স্বপ্ন নতুন শব্দে গান বোনা, নতুন আশা।
একুশ মানেই দিগন্ত প্রসাত নৈঃস্বর্গের সুকোমল হাওয়া
একুশ মানেই মুখের নদীতে কলকল শব্দের ধ্বনি,
একুশ মানেই ত্যাগ তিতিক্ষার পর বাংলা আপন করে পাওয়া,
একুশ মানেই হৃদয়ের তারে তারে সুরের হারমনি।
একুশ মানেই বয়ে যাওয়া নদীর মত বাংলা শব্দের স্রোতধারা
একুশ মানেই মাঝির গেয়ে উঠা সুর জারি সারি ভাটিয়ালি,
একুশ মানেই বিশ্বের আকাশে এক উজ্জ্বল তারা
একুশ মানেই ভাষার জন্য জীবন দেয়া সেই বীর বাঙালি...
একুশ মানেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে মায়ের মুখের বুলি,
একুশ মানেই মাতৃভূমি মা মমতাময়ী নারী
একুশ মানেই বাহান্ন থেকে একাত্তর, বাংলার জমিনে স্বাধীনতার আঁচড়
লাল সবুজের এক আবেগী তুলি,
একুশ মানেই সেই হৃদয় বিদারক অমর একুশে ফেব্রুয়ারি
(২১-০২-২০২০)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




