
রাতেও ফুলেদের জ্বালাই মারি। এই ছবিগুলো আগের বাসার ছাদের । কোনো এক রাতে হয়তো গিয়েছিলাম হাঁটতে অথবা চাঁদ দেখতে। তখনই প্লাসের আলোয় ওদের আলোকিত করে কিছু মুগ্ধতা কুঁড়িয়ে এনেছিলাম। গাঁদা আছে, গোলাপ আছে আর ঘ্রাণ মাখানো সাদা ফুলের নাম মনে করতে পারছি না।
অনেকদিন পোস্ট দিতে পারবো না হয়তো। হয়তো সময় পেলে পোস্ট করবো। তাই কষ্ট করে হলেও আউজকা একটা পোস্ট দিয়াললাম। আশাকরি ভালো না লাগলেও বলবেন ভালো লেগেছে হাহাহা।
রাতের ছবির স্পষ্টতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেরকে এডিটও করা যায় না তেমন। নয়েজ আসবে বড় করলে ফেটে যাবে এটাই মোবাইল ক্যামেরার গুন।
সবাইকে অগ্রিম ঈদ মুবারক ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।
০২।

০৩।

০৪।

০৫।

০৬।

০৭।

০৮।

০৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

১৮।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




