
এই দুনিয়া ধাঁধার জায়গা, মাকড়সারই জাল,
মোহ মায়া অহম ঈর্ষা, হায় সবই ক্ষণকাল,
এই দুনিয়ায় বুকের মাঝে, রঙ্গিন আলোর খেলা,
ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভাসাই সুখের ভেলা।
সুখের প্রাসাদ ছেড়ে হঠাৎ, থাকবো মাটির ঘরে
শান্তি ছেড়ে যাবো সবাই কেউ আগে কেউ পরে,
দিনের পরে দিন চলে যায়, বার্ধক্যে ঐ ডাকে
এত সুন্দর ফুলের জীবন, পলকে যায় ফাঁকে।
বেঁচে থাকি কত আশা, এই দুনিয়ার 'পরে
মাটি ডাকে হাত ইশারায়, আয় চলে আয় ঘরে,
মাটির জীবন হবে মাটি, দেহ যাবে গলে,
কেউ হবে না সঙ্গী আমার, গহীন মাটির তলে।
বিত্ত বৈভব কড়ি সবই, যেতে হবে ছেড়ে
বুকের পিঞ্জর হতে যমে, প্রান নেবে গো কেড়ে,
সাদা কাফন দেহে আমার, নিথর পড়ে র'বে
কেউ কী এসে সঙ্গে আমার, দুটো কথা কবে?
কত আশায় বাঁধলাম বাড়ি, নয় সে আমার বাড়ি,
সাড়ে তিন হাত জা'গার জন্য, এপার দেবো পাড়ি,
কষ্ট বুকে দলা পাকায়, কেউ নয় আপন আমার
একই সাথে থাকবো শুয়ে, কামার কুলি চামার।
কী অহংকার পুষি মনে, লোক ভেদাভেদ করি
মনে ভিতর আকাশ সম, কী অহংকার গড়ি,
ঈর্ষা মনে পাহাড় যেমন, কাটাই রঙ্গে রসে,
কেউ কাউকে চিনবে কী আর, পরকালে বসে।
ও আল্লাহ গো দূর করে দাও, মনের সকল মন্দ
ঈমানের ভিত মজবুত করো, দাও কাটিয়ে দ্বন্দ্ব
মনে যেনো থাকে সদা, তোমারই নাম প্রভু,
তুমি ছাড়া চাই না প্রভু, অন্যের দয়া কভু।
(০২-০৮-২০১৯)
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


