
©কাজী ফাতেমা ছবি
কষ্ট বুমেরাং হতে পারে, বিষাদ বুমেরাং হয়
বিষণ্ণতাও হয় বুমেরাং
তবে ভালোবাসা কেনো ফিরে আসে না
ভালোবাসা কেন হয় না বুমেরাং!
চোখ রাঙানি বুমেরাং হয় না,
আমি তাকাই না সে চোখে,
বাঁকা ঠোঁটের কথা আমার পক্ষ হতে যায় না ফিরে,
আমি ঠোঁটে তালা রাখি সেঁটে!
অথচ যত ব্যথা যত বোবাকান্না কোথা হতে আসে
কোথা হতে বুমেরাং হয় কে জানে,
কত প্রশ্ন, কত পাল্টা জবাব ঠোঁটে থাকে তৈরী
ফিরতি পথে পাঠাইনি কখনো,
ব্যথাগুলো ফিরে আসে কোথা হতে তবে?
কত আকূতি, কত বায়না না বোধক হয়ে ফিরে আসে,
সম্মতিতে ঘূণ পোকা বেঁধেছে বাসা,
কখনো হ্যাঁ হয়ে কিছু আবেগ আসে না ফিরে
আসে না ভালোবাসা বুমেরাং হয়ে।
ভালোবাসার ধরণ বুঝি না বাপু,
হৃদয়ের ভিতর বন্দি রেখে ভালোবাসা কী বুঝাতে চাও,
প্রকাশে ভালোবাসা, বাড়ে বৈকি! সে কী জানো না;
আচরণেও বুঝি না ভালোবাসার স্বতস্ফূর্ততা,
তোমার সম্মুখে দাঁড়ালেই এক সমুদ্দুর দীর্ঘশ্বাস।
ভালোবাসা বেঁচে আছে! নাকি মরে গেছে
সে অনুভূতির বুকে বসে আছে মাকড়শার জাল,
জরাজীর্ণতায় আচ্ছন্ন আমরা কথার পাহাড়, ঝগড়া, দ্বিধা
অহম বুমেরাং এর মত ফিরিয়ে দেই,
কেউ ভালোবাসি না কাউকে,
তাই ভালোবাসারাও হয় না বুমেরাং।
(২৮/০৯/২০২০)
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




