
গ্রামের ছবিগুলো দুইদিন আগে পোস্ট করতে চাইছিলাম। কিন্তু অজানা কারণে বারবার বলতেছে আমার কোথায় নাকি ভুল আছে। সেই ভুল খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। ভুল খুঁজে পেলাম না। কেমনে জানি পোস্টও হয়ে গেছিল। শেষে ড্রাফট করে চলে যাই। আরও ছবি ছিল কিন্তু কি কারণে ছবিগুলো পোস্ট হল না জানি না। এগুলো শ্বশুর বাড়ী ময়মনসিংহ ঢাকুয়া গ্রামের ছবি। সেখানে প্রায় দুইবছর হয়ে গের যাওয়া হচ্ছে না। কী কারণে তাসীনের বাপ যায় না কে জানে। আমি বেড়াতে যেতে চাই, তা যেখানেই হোক না কেন। অজানা কারণে আমাদের যাওয়া হচ্ছে না। আজও সময় নেই যে পোস্টের সাথে কিছু লিখবো। ক্যাপশন দিতে পারতাম সুন্দর করে কিন্তু সময়ের বড্ড অভাব। সময় পেলে লেখা এড করে দেব ইংশাআল্লহ।
০২। চালিতা হাতে কী জানি নিয়ে আলাপ চলছে কে জানে। ভালো লাগে গ্রাম।

০৩। নদী শুকিয়ে যায় শীতে, সে সময় এমন জাল দেখতে পাওয়া যায়

০৪। নদীর পাড়ে হাসের দল

০৫। হাঁস নদী আর প্রকৃতি আর সবুজ

০৬। ধলাই নদীতে মাছ ধরছে বাবুরা।

০৭।হাঁসগুলো সাঁতার কাটছে

০৮। একজন জল কন্যা

০৯। জলকন্যা

১০। মাছ ধরে খুশি ওরা

১১। মাছ ধরার ফাঁদ

১২। একটি গোধূলী বেলা

১৩। প্রকৃতি

১৪। গাঁয়ের পথ। কী শান্তি এই পথ ধরে হাঁটতে

১৫। একটি মোবাইলে অনেকগুলা চোখ

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


