©কাজী ফাতেমা ছবি
১। গোল পৃথিবী ঘুরে ঘুরে পেয়ে যাই পুরাতন বন্ধুদের,
আমরা স্থির নই, সময় অস্থির
তবুও বর্তমান আমাদের রোজ দেখা করার
পথ খুলে দিয়েছে, কী অভূতপূর্ব সৃষ্টি!
যদিও কারো কথার স্পর্শ অথবা কাছ ঘেঁষে বসা
এগুলো ফিরে যায় না পাওয়া।
তবুও দেখতে পাই রোজ, কে কোথায় যাচ্ছে
কোথায় ঘুরছে অথবা কে কী খাচ্ছে।
২। কিছু কথা যেন বিষ ফলা,
কিছু কথায় থাকে ছলাকলা,
কিছু কথায় মধু মেশানো,
কিছু কথা আছে, বিপদের জালে ফাঁসানো...
বিষ ফলা কথায় যে হৃদয়ে রক্তক্ষরণ
সে কেউ দেখে না, একাকি করে নিতে হয় বরণ,
ছলাকলার কথায় গা ভাসিয়ে দিলে,
জীবনে না আর শান্তি মিলে।
৩। কারো কথাই যেন নিম নিষিন্দা
শুনলেই ভিতর বাড়ীতে জ্বলে ওঠে আগুন
দাঁতে দাঁত চেপে সয়ে নিতে হয়,
এমন কথা কানে বাজলেই ভাবি
আহারে বেচারার শিশু মুখে দেয়া হয়নি মধু।
৪। বয়স বাড়লে সহন ক্ষমতা কমে যায়
তিক্ততার বীজ এসে মনের বাগান সাজায়,
সে বাগানে রাগ হিংসা আর অহমের ফুল ফুটে,
বুড়ো বয়সে অল্পতেই মন যায় কষ্টে টুটে।
বুড়োদের মন বুঝে নিতে হয়, নিজেকে হয় সইতে
সাবধানে কথা হয় কইতে,
কারণ বুড়ো তো তুমি আমি হবো সবাই,
তাই বুড়োদের প্রতি রাগ করতে হয় জবাই।
৫। এক সঙ্গে চললে অজস্র প্রহর
সেখানে থাকবেই ফ্যাসাদ, বিবাদ, অভিমানের লহর,
কে কারে ভালোবাসে, কে কারে করে ঘৃণা,
প্রমাণিত এমনিতেই কোনো প্রমাণ বিনা।
বিশ্বাসের ভিত তবে কেন হয় নড়বড়ে,
কেন অল্পতেই আগুন জ্বলে মন ঘরে,
বিশ্বাস ভেঙ্গে কখনো হয়ে যায় খান খান,
ভালোবাসার প্রতি রোজ কমে যায় টান।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮