
©কাজী ফাতেমা ছবি
যদি মন তোমার সহসা বিষাদে হয় পূর্ণ
যদি বুকে উঠে মুহুর্মুহু দীর্ঘশ্বাস,
যদি কষ্টগুলো নিত্য তোমার চারপাশে হয় ঘূর্ণ
যদি কখনো সময়গুলো হয় কষ্ট হাঁসফাঁস.....
যদি তুমি নীল বেদনায় পুড়ে পুড়ে হও ছাই,
যদি কোথাও যাওয়ার থাকে না জা'গা;
যদি দেখো বুকে তোমার সুর উঠেছে নাই নাই,
যদি কখনো দুনিয়া তোমাকে দেয় দাগা......
যদি ভাবো কিছু কষ্ট কথন, বুকে তোমার জমা,
যদি বুঝো কেউ নেই তোমার কাছে;
যদি না পারো নিজকে করতে ক্ষমা...
যদি ভাবো তুমি, কাউকে কিছু বলার আছে..
যদি মন তোমার বিতৃষ্ণার খরায় যায় পুড়ে,
যদি ব্যথার সাগরে কভু খাও হাবুডুবু,
অথবা যদি থাকো সন্ধ্যা সাঁঝে, কষ্ট ঘোরে
যদি চোখ খুললেই আঁধার হয় বুকের বিঁভু.....
তুমি চলে এসো, বিকেলে গা ছুঁয়ে প্রকৃতির পাশে
দীর্ঘশ্বাসের দিতে পারো এবার ছুটি,
নিঃশ্বাসে বুনোফুলের ঘ্রাণ, রঙবাহারী ফুল যেথায় হাসে
তুমি চলে এসো,
দেখবে এসো, সুখরা সেথায় খায় লুটোপুটি।
চোখের পাতা মেললেই আঁধার কেটে যাবে নিমেষে,
চারিপাশে চোখ বুলালেই তুমি হবে মুগ্ধ
কষ্ট ভুলে যাবে মায়াবী সুখ আবেশে..
দেখবে এসো প্রকৃতির গা ছুঁয়ে, ওরা কতটা স্নিগ্ধ।
মুছে যাবে সব যন্ত্রণা, যদি রাখো চোখ রঙবাহারী ফুলে
নীল বেদনারা মুখ লুকাবে আকাশের নীলে
তুমি ঠিক তখনি কিছু সুখ, মুগ্ধতা আর বিশ্বাস রেখো
বুক পকেটে তুলে....
উচ্ছ্বাস পাবে, ভালোলাগার আবেশে হবে পাগল
কবি হবে তুমি, ঠোঁটে আওড়াবে ছন্দ.....
দেখে নিয়ো কী যে সুখের বাজনা বাজে
তোমার অথৈ দিলে।
২১/০৮/২০১৯
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



