বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ছবি। এগুলো এস নাইন প্লাস দিয়ে তোলা।
০১। সাদা ফুলের মত যদি হয় মন
মন্দ মানুষ কখনো করতে পারে না সুখ হরণ,
ন্যায়ের প্রতীক, শুদ্ধতার প্রতীক সাদা ফুল,
মন হতে দূর হউক অন্ধকার
ফুল হয়ে যাক বিগত সব ভুল।
=========================================
০২। গোলাপী রঙ খুব পছন্দ
চোখে গোলাপী আলো পড়লেই
খুঁজে পাই শান্তির ছন্দ;
ফুল দিয়ো, সে হোক গোলাপী রঙ
মনে বসিয়ে দিয়ো বন্ধু প্রেমের আড়ঙ।
০৩। জুলাই আগস্ট ছিল রক্ত গোলাপ
রাজপথে ছিটানো ছিল রক্ত গোলাপ পাপড়ি
ফুলগুলো লড়েছিল, ন্যায়ের লড়াই,
হায়েনারা সহসা ছিঁড়ে দিলো পাপড়ি
ছেঁড়া পাপড়ির বিনিময়ে পেয়েছি আরেক নতুন স্বাধীনতা।
০৪। মনে তোমার বসন্ত আসে না?
মনে তোমার শরত হাসে না?
কী এক মানুষ, বুক যেন ইট সুরকির পথ,
বসন্ত ফুল দেখেও থামো না,
থামাও না জীবন রথ।
০৫। একদিন ভুল করে মিহি রং গোলাপ এনো আমার জন্য
জানো তো, সাংসারিক ঝামেলায় মন শুকনো অরণ্য,
সে অরণ্যে একটুখানি সজীবতা দিতে পারো! তাই না?
ফুল ছাড়া তোমার কাছে অন্য কিছু চাই না।
০৬। মন আমার চন্দ্রমল্লিকার পাপড়ি
একটু সুখেই মেলি পাপড়ির ডানা
আহা সুখে হাসি,হেসে গড়িয়ে পড়ি,
অতঃপর এক তিল কষ্ট এসে বুকে বসলেই,
আমার যেন হাসতে মানা।
০৭। ফুল হাসে পাপড়ি মেলে
মৌ পোকা খুশি একটু মধু পেলে,
উড়ে উড়ে মৌ পোকা মধু কুড়ায়
আহা এমন দৃশ্য দেখলেই সুখে মন জুড়ায়।
০৮। ফুটা ফুল দেখলেই আনমনে হেসে উঠি
ফুল হতে দুচোখ দিয়ে মুগ্ধতা লুটি,
যত বিষাদ, বিষণ্ণতা আলতো যায় দূরে চলে;
মনে নতুন আশা,উঠে সহসা জ্বলে।
০৯। দুঃখের রঙ নীল কেন, বেগুনী হতো যদি
দুঃখদের ঢেলে দিতাম বেগুনী রং ফুলে
নীল যদি বিরহ, বেগুনী হউক প্রেম
বেগুনী রঙ ফুল হতে এবেলা সুখ নিই তুলে,
এক গুচ্ছ বেগুনী ফুল দিয়ো, চাই না দাও হীরে হেম।
১০। প্রকৃতির অলঙকার হলো ফুল
সে ফুল ভালোবাসো না,কেন? ভেবে পাই না কূল,
দেখো তাকিয়ে কী সুন্দর রক্ত জবা আছে ডালে ঝুলে,
দেবে নাকি জবা ফুল আজ চুলে তুলে?
১১। মিষ্টি ফুলের রঙ ছুঁয়ে দিই, মনে জাগে সুখ শিহরণ
জানো কী, ফুল করে বিষাদ হরণ?
ফুলেদের পাশে থাকলে, দুঃখ ছুঁতেই পারে না!
শুনবে নাকি, ফুলের বুকে বাজায় দেখো মৌপোকা সুখের বীণা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬