
চুপচাপ নিরবতা, শহর জুড়ে থমথমে অবস্থা,
একও যা, দুইও তা, ভোটের বাজার সস্তা,
কে দেবে, কে দেবে না ভোট সে প্রশ্ন নিরর্থক,
মিলেমিশে হলে নির্বাচন, ভোট হত স্বার্থক।
ক্ষমতা ছাড়তে কে আর চায়
একে অন্যরে রাখতে চায় বন্দি
স্বার্থের খাঁচায়,
কে দাঁড়ালো, কেইবা বসলো,
এই বুঝি রীতি নীতি আইন কানুন
স্বার্থের কারণ ধ্বসলো।
রাজনীতি হয়ে ওঠলো পঁচা শামুক
পিছলে গেলেই কেটে যাবে পা, অথৈ বিপদ সম্মুখ,
মিথ্যে আশ্বাস, মিথ্যের জলে রাজনীতি ভাসলো,
একও যা, দুইও তা,
ভোট শেষে দুই জনই ঐ যে সুখে হাসলো।
জনতার মুখে স্কচটেপ, সময় বুঝি মন্দ
কে চায় বাড়াতে আয়েশের জীবনে দ্বন্দ্ব,
চুপ...ভাষণ গিলে, গিলে ইশতেহারের মিথ্যে বুলি,
কার আছে সাহস করবে প্রতিবাদ,
যদি উড়ে যায় খুলি!
রাজনীতির মার প্যাঁচ বুঝি না ভাই, বুঝি না,
টিভির চ্যানেলে তাই সত্য মিথ্যে খুঁজি না,
যাক না, চলে যাক যে কেউ ক্ষমতায়,
খুশি হবো, রবো সুখে ,
রাখে যদি আমাদের মমতায়।
ভোট ফোট জানি না
রাজনীতির চাদরটা, আজও গায়ে টানি না,
দেশের ভালো যে চায়, যারা চায় জনতার সুখ,
সেই সব বিজেতা নেতাদের দেখতে
অপেক্ষায় রই উন্মুখ।
©কাজী ফাতেমা ছবি
(০৫-০১-২০২৪)
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




