
চোখ বাড়ালেই প্রকৃতির বুকে, চারিদিকে সবুজের আস্ফালন
ধানের ডগায় শিশির বিন্দু, রোদে ঝলমল আলোর বিচ্ছূরণ,
পা রাখলেই শিশির ভেজা মাটিতে, সুখ অনুভূতি দেহ মনে,
দিগন্তজুড়ে কেবল স্নিগ্ধতার ছোঁয়া, মন ভরে যায় সুখ শিহরণে।
ক্ষেতের আলে অচেনা ফুল ফুটে পাপড়ির ডানা মেলে,
জমিনের বুকে কত পোকা মাকড় স্বাধীনতায় খেলে,
সবুজের বুকে কুয়াশার আবরণ..... তার উপর পূবের আলো,
দৃষ্টিতে মুগ্ধতার ছড়াছড়ি, খোলা মাঠে দাঁড়ালেই লাগে ভালো।
ক্ষেতের মাঝ বরাবর পিচ ঢালা পথ, ধুলো উড়ে পথে ঘাটে,
তাজা সবজির পসরা বসে নিত্য বাজার হাঁটে;
আমার মাতৃভূমি, রূপে গুণে অপরূপা, গায়ে জড়ানো সবুজ অলঙ্কার,
জন্মভূমি বাংলাদেশ তুমিই আমার অহঙ্কার।
সবুজের বুকে লাল....... পতপত উড়ে স্বাধীন পতাকা,
সবুজ তুলিতে দেশ ক্যানভাসে কত শত সুখ স্বপ্ন আঁকা;
সোনা ফসলে ভরা দেশটি আমার, আল্লাহর নিয়ামতে ভরা,
সুখ হাওয়া বয় বারোমাস এ দেশ আমার প্রভুর করুণায় গড়া।
সারি সারি বৃক্ষ, পাতায় পাতায় হাওয়ার দোল,
গাছে গাছে পাখিদের কলকাকলী, কী যে মিঠে বোল,
ঘাসের ডগায় প্রজাপতি বসে পোহায় রোদ,
কীযে লাগে ভালো আমার জন্মভূমি;
মনে বাজে নিত্য সুখের সরোদ।
©কাজী ফাতেমা ছবি
১৯/১২/২০২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


