
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত গাইবে কুহু সুরে
শুনে বুকে উঠবে সুখ শিহরণ।
আমার জন্য সবুজ বুকে ছড়িয়ে রেখো সুখাবেশ
মনের শান্ত নদী অশান্ত হবে প্রেমের জোয়ারে
আমার জন্য এনে দিয়ো মাঘেও এক রংবাহারী বসন্ত
বসন্ত ছুঁয়ে থাকুক মন তোমার আমার নিশিদিন হরদম।
আমার জন্য তোমার বুক আকাশে হোক হাজার তারার ঝিকমিক
হলুদ তারার আলোয় জোছনা স্নান
এই আমি যদি হই জোনাক, তুমি হয়ো চাঁদনী রাত
একদিন আলগোছে প্রেম বিলিয়ো ছুঁয়ে হাত।
আমার জন্য হৃদয় উঠোনে বসিয়ো প্রেম পাটি
আমি ভালোবাসার ফুল দেব ছড়িয়ে
বসে থাকবো আনমনায় তুমি আমি
বিগত সব বিষাদ ভুলে আপন করে নেব সময়।
আমার জন্য নিয়ে এসো রক্ত গোলাপ এক গুচ্ছ
মনদানিতে প্রেমের জলে রাখবো ভিজিয়ে
প্রেম ফুলগুলো পাপড়ির ডানা মেলবে যখন
মন হয়ে উঠবে খঞ্জনা, তুমি প্রিয় জিনিসগুলো আমার
বুকের দেরাজে তুলে রেখো নিশিদিন হরদম।
২১-০১-২০২৪
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



