
তোমাকে আমার বারান্দার শুভ্রতা দিলাম,
মন হয়ে উঠুক তোমার শুদ্ধ
তুমি মুগ্ধ হও
মনের দুয়ার রেখো না আর রুদ্ধ।
আমার ছোট বারান্দা বাগানে এই ফুলগুলো ফুটেছিল। প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটে। ঘুম থেকে উঠেই দখিনমুখী বারান্দায় চোখ রাখি। মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। উঠেই দেখি চড়ুই পাখিরা কিচিরমিচির করছে। কিন্তু সমস্যা হলো চড়ুই গুলো আমার ফুলের কলিগুলো খেয়ে ফেলে। ঠোঁটে করে নিয়ে যায়। কত গাছের পাতা ছিঁড়ি খেয়ে গাছগুলোকে বিশ্রি করে দেয়। বজ্জাতের বজ্জাত একেটা ব্লগের মামোগের মত।
০২। নীল বিরহ রং হলেও আমার প্রিয়,
রোজ একটা করে নীল ফুল দিয়ো।
=ফুলের নাম ব্লু ডেজ=

০৩। দেখতে অপূর্ব তাই না? হাতে তুলে ফুল সুন্দর উপভোগ করতে চাও;
ওতে কাঁটা আছে, দূর হতেই দেখ, নিজেকে আগে বাঁচাও।
=ফুলের নাম মিনি কাঁটামুকুট=

০৪। তাকিয়ো না আমার বাগানে যত্নের ফুলে
ঝলসে যাবে চোখ, ছিঁড়তে যেয়ো না ফুল ভুলে।
=ফুলের নাম হাইব্রিড লাল নয়নতারা=

০৫। ও পর্তুরাণী তুই কেন এত সুন্দর গো;
কী সুন্দর গোলাপী আভায় তুই আছি সেজে,
ছিঁড়ে তোকে, দেব নাকি খোপায় গুঁজে?
=ফুলের নাম পর্তুলিকা=

০৬। সাদা অথবা গোলাপী রঙে মাখা ফুলগুলো
তাকিলে থাকলেই সুখে মন এলোমেলো।
=ফুলের নাম পর্তুলিকা=

০৭। মেজেন্ডা রঙে সেজে আছিস তোরা
তোরা কী বন্ধু? এমন করেই থাকিস পাশাপাশি অনন্তকাল।
=ফুলের নাম পর্তুলিকা=

০৮। আহা তোদের রঙে সাজাই মন রোজ
তোরা তো রাখলি না মনের খোঁজ।
=ফুলের নাম হাইব্রিড লাল নয়নতারা=

০৯। কত যতনে তোদের ফুটাই, তোদের দিই সার বল
আমার মন তোরাই আনন্দে ভরিস, তোরা তো করিস না ছল।
=ফুলের নাম হাইব্রিড মেজেন্ডা নয়নতারা=

১০। পর্তুরাণী তুই তো গোলাপী রঙ বসন পরে আছিস
না মেজেন্ডা, তুই কি গোলাপী রং ভালোবাসিস
=ফুলের নাম গোলাপী পর্তুলিকা=

১১। হায় অপরাজিতা, তুই না নীল ছিল, এখন অন্য রং নিয়ে দাঁড়িয়ে আছিস সম্মুখ;
কত রঙে সাজাস নিজেকে, তোদের রূপ দেখতে রোজ, অপেক্ষায় রই উন্মুখ।
=ফুলের নাম ডাবল পাপড়ির অপরাজিতা=

১২। তোরা বন্ধু, তোরা সখি, থাকিস এভাবেই লেপ্টে দিনভর
তোদের দেখে মন যে হয় সুখে উর্বর।
=ফুলের নাম হাইব্রিড গোলাপী নয়নতারা=

অটঃ এক বেহায়া আইসাই কইবো একটা ছবির ফ্রেমও ঠিক হয়নি ।কবিতা ভালো হয়নি। মামোগ একটা
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



