
যাচ্ছি চলে সব ছেড়ে মায়ামোহ মমতার টান
পিছু ফিরে দেখব না করলেও প্রাণ আনচান
গুছিয়ে নিয়ে মমতা সকল ভরছি ব্যাগে ব্যাগে
ফিরব না পিছু যাক যতই ঝরে অশ্রু আবেগে।
ক্ষমা করো তরুলতা বকুল শেফালি জুঁই বেলি
পায়ে মাড়িয়ে গিয়েছি পথে তোমাদের অবহেলি।
বকুল ছাতিম ঘ্রাণে কত দিবস করেছি পার
সুখের সীমানা ছেড়ে যাচ্ছি প্রাণ জ্বলে ছারখার।
চেনা পথ চেনা সুর অচেনা সুরে বুকে বাজে
স্মৃতি হবে সব, কাল গোধূলীর সন্ধ্যা ভরা সাঁঝে।
হাঁটব না এলোমেলো চেনা পথ ধরে একা একা
গাইব না, গুনগুন সুরে হবে নাতো কাব্য লেখা।
শুকনো পাতার মর্মর সুরে ধূলিওড়া পথে পথে
ফিরব না ফেলতে পা, আসব না চড়ে উল্টো রথে।
মনে রবে চিরকাল স্মৃতি হবে মমতার দিন
ভালোবাসা যা পেয়েছি, নয় শুধাবার তার ঋণ।
যাচ্ছি চলে নতুনের মাঝে আসবে আরো সুদিন
নতুন সুরে সাজাব মনের বাড়ি, বাজবে সুখবীণ।
মেনে নিতে সাহসীয়া পদক্ষেপ করি নাক ভুল
ভাবনার দোলাচলে দুলছি নিত্য দুদ্যোল দুল।
আলিঙ্গনে বাঁধি ফের নতুনের ঘ্রাণ হই আকূল
তবু কেনো মানছে না বাঁধ অশ্রু চোখের দুকূল।
©কাজী ফাতেমা ছবি
২৮/০১/২০১৬
অটঃ ফেসবুক বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। ভালো লাগে স্মৃতিগুলো ফেসবুকের আয়নায় দেখতে। এই দিনে মানে ২০১৬ সালে আইজি গেট, ফরিদাবাদ ব্যাংক কলোনী ছেড়ে মতিঝিলে ভাড়া বাসায় আসছিলাম। ওখানে নয় বছর থেকেছিলাম। কত ভালোবাসায় জড়ানো জায়গাটা। আমি আর ছোটো ছেলে তামীম মাঝে মাঝে যাই এমনিতেই সব রাস্তায় এক চক্কর দিয়ে চলে আসি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



