
যে তোমার প্রেম প্রত্যাখান করে হতে চাচ্ছে সুখি
যে তোমার ভালোবাসার মর্ম করতে পারেনি অনুভব
যাকে ভালোবেসে তুলে দিয়েছো আবেগি হৃদয়
সে হৃদয় ভেঙ্গে যে করে দিতে পারে চুরমার,
তাকে ভুলে যাও।
যাকে ঘিরে স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া
যাকে বানিয়েছো হৃদয়পুরের রাণী
যার জন্য ছাড়তে চাও বাড়ীঘর, বন্ধু বান্ধব
তোমার মোহ ছেড়ে যে উলটো পথে হাঁটে অনায়াসে
তাকে ভুলে যাও।
ভেবেছিলে এক সঙ্গে পাড়ি দিবে বার্ধক্যের নদী,
ভেবেছিলে দুঃখ সুখে রয়ে যাবে তাকে ছুঁয়েদ
যে তোমার ভালোবাসা থুড়ি মেরে উড়িয়ে
স্বার্থপরের মত চলে যায় ছেড়ে নির্দ্বিধায়
তাকে ভুলে যাও।
যার জন্য তোমার বুক পিঞ্জরে হাহাকার ধ্বনি
যার জন্য জ্বলছো দিবানিশি আগুন তুষে,
যে রাখেনি তোমার মনের খোঁজ
তবে তুমি তাকে ভুলে যাও।
যাকে ভালোবেসে পেয়েছো অনন্ত অবহেলা,
পেয়েছো অবজ্ঞা অজস্র
যার জন্য কাটিয়েছো অযুত নির্ঘুম রাত
অথচ তার অনুভূতিতে নেই তোমার তিল স্পর্শ
তাকে ভুলে যাও, ভুলে যাও।
বিষাদের সমুদ্দুরে অযথাই একা কেন খাবে হাবুডুবু
যে মনে রাখেনি তোমায়, তার জন্য কেন ফেলবে অশ্রুবিন্দু!
জীবন কি তোমার দুটো?
জীবন বড় সুন্দর, বেঁচে থাকা বড় আনন্দের,
ভালোবাসার অভাব কেন ভাবছো?
তাকিয়ে দেখো কত প্রেম, কত ভালোবাসা চারপাশে তোমার ঘুরছে ঘূর্ণিপাকে,
তাকে ভুলে যাও, অনভূতির দেয়ালে জ্বালাও নতুন প্রেমালো।
©কাজী ফাতেমা ছবি
২৫-০৪-২০২৩
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



