
এ কেমন পৃথিবী আমার,
এ কেমন মোহাবেশ ছড়ানো চারপাশে ঘূর্ণি
এ কেমন পরিস্থিতি এসে দাঁড়ালো সম্মুখ,
ভালো কিছু বললেই সময় টুটি চেপে ধরে!
মুরুব্বি, উপদেশ, আদব, লেহাজ হারালো কই,
সম্মান, ভয়হীন আদেশের বাণী
কথার ফুলঝুরি সবই যেন অলীক,
যায় না আর ছোঁয়া!
এ কেমন বিতিকিচ্ছিরি সময়
যে সময়ের বুকে প্রজন্ম'রা উড়ায় মোহ ফানুস
নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যত চিন্তা
সব অতীতে রেখে এরা চোখ রাখে অলীক স্বপ্নপুরি।
হাতের আঙ্গুলে উঠে আসে যুদ্ধ বিগ্রহ
ঠুসঠাস গোলাগুলি, মুঠোফোনের স্ক্রীণে
চোখ রেখে কেটে যায় অনন্ত প্রহর,
অন্ধকার ঘরে বসে এরা স্বপ্ন বোনে গেমের ক্ষেতে।
এ কেমন নেশা আসক্ত ওরা,
দিনের আলো সয় না তাদের চোখ,
অন্ধকার ঘরে গেমের নেশায় কেটে যায় মূল্যবান প্রহর
বইয়ের পাতায় আর দেয়া হয় না উঁকি।
যায় না বলা কিছু, ঠোঁট হতে ছুটে আসে তিতে কথার বান
নিজের ভালো না বুঝা প্রজন্ম
মেরুদণ্ডহীন হয়ে বেড়ে ওঠে হবে হয়তো সমাজের বোঝা,
হায় মুঠোফোন, হায় গেমের নেশা
কেড়ে নিলি সাফল্য মেধা মনন আর
কেড়ে নিলি সামাজিক বন্ধন।
©কাজী ফাতেমা ছবি
১৬/০২/২৪
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



