
জীবনের পরতে সুখ খুঁজতে গিয়ে কতই না ছলচাতুরি
আলতো আনন্দ পেতে উড়াই মিথ্যের ঘুড়ি
যে ঘুড়ি উড়ে মিথ্যের লেজ নিয়ে, মিথ্যে যোগ হয় হাজার
দুনিয়ার রঙমঞ্চে বসাই সজ্ঞানে মিথ্যের বাজার।
হাসি ঠাট্টার আসলে কত যে মিথ্যে অনায়াসে উড়ে
বিন্দু বিন্দু মিথ্যেতে কত পূন্যি যায় আমল হতে দূরে,
হাঁটতে বলতে চলতে, মুঠোফোনে মিথ্যে বুলি
হৃদয় ক্যানভাস দখল নিলো মিথ্যের রঙতুলি।
আহারে মিথ্যে, মিথ্যে লুকিয়ে থাকে জিনিসের দামে
মিথ্যের ফুলঝুরি উড়ায় মানুষ ডানে বামে,
কত দিয়ে কিনেছো? পাঁচশত বললে ভাববে ছোটলোক
কিনেছি হাজার দুই, বাড়িয়ে মিথ্যে বলা এ যে মনের অসুখ।
কোথায় যাচ্ছো, যাচ্ছি ঘুরতে (বলা যাবে না আসল কথা)
বললেও ক্ষতি নেই, তবুও মিথ্যে বলতে হয় অযথা;
কী খাচ্ছো, মুঠোফোনে ওপারে কেউ
এই তো চিকেন, মাটন, বিরিয়ানি...... শুটকি পাতে রেখে
মানুষ উড়ায় মিথ্যের ঢেউ।
এই সমাজের বাগানে মানুষ অহরহ ফুটায় মিথ্যের ফুল,
এক মিথ্যের পিছনে হাজার মিথ্যে, মিথ্যে মোহতে ফেঁসে মানুষ
খায় সুখে দোল,
মিথ্যে বলে মানুষ করে বসে নিজেরই ক্ষতি;
কত বিপদ আপদ এসে দেয় ধরা, মানুষ হারায় জীবনের গতি।
মানুষ অনুভব করে না, শত মিথ্যের কারণে বিপদ আপদ থাকে লেগে
বিপদে ভোগে, কষ্টে করে দিনাতিপাত তবুও বিবেক উঠে না জেগে,
মিথ্যে বলতেই হবে, সুখে থাকতে হলে ভাসাতে হবে মিথ্যের তরী,
মানুষ বুঝে না, মিথ্যে তো হয় না কখনো সুখে থাকার বড়ি।
©কাজী ফাতেমা ছবি
১৯-০২-২০২৪
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



