হারিয়ে গেল কালের অতলে বিকেলের চায়ের আয়োজন
গোল বৈঠক উঠোনে, চারপাশে কত প্রিয়জন
উষ্ণ চা সাথে মুড়ি
ঠোঁটে উড়তো কত কথার ফুলঝুরি।
টিভি সিরিয়াল আর ইন্টারনেট
ইনবক্স আর চ্যাট
কেড়ে নিল সুন্দর সময়গুলো
আন্তরিক সম্পর্কগুলো হল এলোমেলো।
এখানে কেবল নিজেকে সুখী রাখার গল্প হয় তৈরী
দুঃখ সুখের ভাগাভাগি হয় না আর
যে যার মত চায়ের কাপ হাতে আঁটি ফন্দি
কী করে হয় আরও সুখ আহরণ।
সৌহার্দপূর্ণ সম্পর্কগুলো হারালো কালের চাকায়
অবসর থাকার মুহূর্তগুলো নেই আর এখানে,
ব্যতি ব্যস্ত মানুষ কেবল হারায় ভার্চূয়াল জগতে,
এক কাপ চায়ের সাথে কাটিয়ে দেয় একাকি নির্জন।
অথচ একদিন উঠোনে বিছিয়ে শীতল পাটি
বসতো গল্পের আসর
সে আসর চাঙা হতো চায়ের কাপের টুংটাং সুর
ঝাল মুড়ি আর কুড়মুড়ে বেলা অতীত হলো।
চায়ের আড্ডা বসে না আর
কত ঢংয়ের চুমুকের আওয়াজ যায় না আর শোনা
চুড়ুৎ চুড়ুৎ সুর তুলে কেউ আর ফেলে না তৃপ্তির ঢেঁকুর
এখানে মানুষ জড়াতে চায় না আর
আন্তরিকতার সম্পর্কে।
©কাজী ফাতেমা ছবি
১৫-০৫-২০২৩
চায়ের কাপে টুংটাং সুর-৭
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৪১