
গোলাপের ঘ্রাণ উড়ে হাওয়ায় হাওয়ায়
চায়ের আসর বসিয়েছি দখিন দাওয়ায়,
পিঁড়ি নিয়ে এসো, এই.......... আছো কোথায়,
এসো হিম দিন, দেহ বেঁধে রাখি উষ্ণতার সুতায়।
হিম হাওয়া বইছে, লাগাতে বলো না দুয়ার,
আমি আমাতে নেই, বন্ধ চোখে হয়েছি মুগ্ধতার পিঠে সওয়ার,
থাকলে থাকতে পারো পাশে, যদি ক্ষণ করতে চাও মিঠে,
সুখে উজ্জ্বল করে নিতে পারো মন ভিটে।
পথে পথে বাজছে শুকনো পাতার নূপুর,
আজ আমার মন উদাসী দুপুর,
দুপুরের বুকে বসে বাজাই বাঁশি, মোহনিয়া সুর,
এই যে শোন....... মনে মুগ্ধতা আমার দুই সমুদ্দুর।
আকাশে জমেছে মেঘ
আহা বুকের বামে ঝরে সুখের আবেগ,
ঘ্রাণে ঘ্রাণে সময় হয়ে আছে মাতাল,
শোন না, আমার জন্য খুলে দেবে মন চাতাল!
মন চাতাল ভরে দেব সুখ রোদ্দুরে,
মনের তারে তোমার, বাজাবো প্রেম সুরে সুরে,
হাসি রেখো ঠোঁটে, শীতের হাওয়ায় উঠো কেঁপে,
অজস্র কথা বলো,মন সুখী, কথা নয় আজ মেপে মেপে।
ব্যা করণের ভাষায় যদি হয় ঠোঁটের বোল
তবে বলো সুখের ঢেউয়ে কী করে খাবো দোল?
বেহিসেবী কথার ভিড়ে হারিয়ে যেয়ো আজ
চা রেখেছি তোমার জন্যহ, এসো তুলছি সুখ আওয়াজ।
সে আওয়াজে প্রেম বাজে বন্ধু, প্রেম বাজে,
কী করো কে জানে, ব্যুস্ত নাকি কোনো কাজে?
কাজ রেখে এসো দুপুরের রোদ্দুর গায়ে লাগাই,
চা রেখে ঠোঁটে, শীত ভাগাই।
©কাজী ফাতেমা ছবি
(২৮/০১/২০২২)
চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪
চায়ের কাপে টুংটাং সুর-৫
চায়ের কাপে টুংটাং সুর-৬
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




