সম্মুখে বসে আছো..... যেন এক পাথরের পাহাড়
চোখে মুগ্ধতা নেই, ঠোঁটে নেই মিহি হাসি;
কী হাহাকার বুকে জমাও কে জানে, কী চাও;
রান্না বান্নার সংসার?
নাকি খাওয়া ঘুম আর টিভির চ্যানেলে চোখ রাখার মুহূর্ত?
বিকেল যেন আজ নিথর, থমকে আছে সময়
তুমি ক্যাকটাস হয়ে বসে আছো পাশে
ছুঁয়ে দিলেই রক্তাক্ত মন, এমন গুন থাকার চেয়ে হতে যদি নির্গুন
তোমাকে পড়তে পারতাম অনায়াসে মুগ্ধতা মনে নিয়ে এক রাশ।
এত সংকীর্ণ মন নিয়ে বিকেল চুরি করতে এসেছো?
যাও না ফিরে, এসো না আর প্রেমের ডাকে
যদি কথারাই যায় ফুরিয়ে, কী শুনবো তবে?
পাথরের আওয়াজ তো বুক ভেঙ্গে দেবে, তবে চুপই থাকো।
দুরত্ব বাড়াও আরও, ভেবে নেব আছি কাছাকাছি
একদম হাহাকার, সুখের হাপিত্যেশ রোদনের মতই
থাকো দীর্ঘশ্বাস হয়ে
থাকো ব্যথার কুন্ডুলি হয়ে বুকের বামে।
০৩-০৬-২০২৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:২৮